ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইমরুল কায়েস ফারদিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ইমরুল কায়েস ফারদিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার জালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কলেজে পড়াশোনার সুবাদে ফারদিন পরিবারসহ ময়মনসিংহ নগরীর নজরুল সেনা গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আগামীকাল শুক্রবার তার মামার আমেরিকা যাওয়ার কথা ছিল। মামাকে বিদায় জানাতে ফারদিন তার মা-বাবার সঙ্গে নান্দাইল উপজেলার বাহাদুর নগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন।
আজ সকালে মোটরসাইকেলে করে নানার বাড়ি থেকে নান্দাইল যাওয়ার পথে জালুয়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ফারদিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ফারদিনের মৃত্যু হয়। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করেছে। অনুমতি পেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।