সারা বাংলা

বহিষ্কার নয়, ভোটের লড়াইয়ে আসুন: মহিউদ্দিন

মুন্সীগঞ্জ–৩ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত কামরুজ্জামান রতনের উদ্দেশে বলেছেন, “বহিষ্কার নয়, ভোটের লড়াইয়ে আসুন। জনগণই শেষ কথা বলবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

সুপার মার্কেট চত্বর থেকে নির্বাচনি প্রচার মিছিল বের করেন মো. মহিউদ্দিন। এতে তার কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

বিএনপি থেকে বহিষ্কৃত মো. মহিউদ্দিন সমাবেশে বলেন, “নেতাকর্মীকে বহিষ্কার করে মাঠ ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু, জনগণকে বহিষ্কার করা যায় না। ভোটের মাধ্যমেই প্রকৃত শক্তির প্রমাণ হবে।” 

তিনি ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের উদ্দেশে বলেন, “প্রশাসন দিয়ে ভয় দেখাবেন না। আসুন, ভোটের লড়াইয়ে নামি।”

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগকারী নেতা আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান, শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, মো. আব্দুল মতিন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. সাইদুর রহমান, মো. শাহীন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মাসুদ রানা, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন মিজি, মো. জন্টু মিজিসহ অনেকে।

সমাবেশে মো. মহিউদ্দিনের সমর্থকরা বলেন, “জনগণের সমর্থন নিয়েই মো. মহিউদ্দিন নির্বাচনের মাঠে আছেন। কোনো চাপ বা হুমকিতে আমরা পিছপা হবো না।”