কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ‘ফুটবল’ প্রতীকে প্রার্থী হওয়া সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিতি ছিলেন।
কুমিল্লা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। সামিরা এই আসনে বিএনপি সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিমের মেয়ে।
সামিরা বলেন, “দলের বৃহত্তর স্বার্থে স্বতন্ত্র প্রতীকে আর নির্বাচন করছি না। আজ থেকে আমার অনুসারীদের নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।”
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণের ৬টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের সমন্বয়ক আমিন উর রশিদ (ইয়াছিন), বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপির প্রার্থী মো.আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।