ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৯টি। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের সুবিধার্থে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলার সবকয়টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, সাতক্ষীরায় রয়েছে চারটি সংসদীয় আসনের ৬০৯ টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৩ হাজার ২৮১টি ও অস্থায়ী ১২৯টি। সেগুলোর মধ্যে ১৭৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র রয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার রয়েছেন ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। তাদের মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ ও ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৩ জন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের অন্তর্ভুক্ত দুটি উপজেলায় মোট ১৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৫০টি ও সাধারণ কেন্দ্র ১১৮টি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে দুটি উপজেলায় মোট ১৮০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৬০টি ও সাধারণ কেন্দ্র ১২০টি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দুটি উপজেলায় মোট ১৬৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৪০টি ও সাধারণ কেন্দ্র ১২৫টি।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে একটি উপজেলায় মোট ৯৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ২৯টি ও সাধারণ কেন্দ্র ৬৭টি।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোট কেন্দ্রের সবকয়টি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে।”
তিনি আরো বলেন, “ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ ইতোমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সবকয়টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে।”
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো.আরেফিন জুয়েল বলেন, “গুরুত্বপূর্ণ কেন্দ্র শুধু ঝুঁকি বিবেচনায় নয় বরং দূরত্ব বিবেচনায়ও করা হয়েছে। এমনকি ভোটকেন্দ্রের ভবনের অবস্থা ভালো না হলেও সেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।”
তিনি বলেন, “জেলার চারটি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের সুবিধার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”