সারা বাংলা

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বালাশীঘাটের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিলন মিয়া ওই উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিলনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহিদ বলেন, মিলন মিয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।

ফুলছড়ি থানার ওসি দুরুল হুদা বলেন, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।