রাজনীতি

বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি দেব, অবাস্তব কথা বলতে চাই না: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা অনেক ইশতেহার দেখেছি। এসব ইশতেহারে একটা সাধারণ বিষয় দেখা যায় যে, শিক্ষা, স্বাস্থ্যে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দের কথা বলা থাকে। সেটা বাস্তবায়ন হোক বা না হোক। আমরা এই প্রথা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি। বাস্তবতার নিরিখে আগামী পাঁচ বছরে যতটুকু বাস্তবায়ন সম্ভব, ততটুকুই আমরা প্রতিশ্রুতি দেব। আমরা কোনো অবাস্তব কথা বলতে চাই না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ আলোচনার ফল। আমরা পথে প্রান্তরে গিয়েছি, মানুষের কথা শুনেছি। তারা আমাদের কাছে তাদের দাবিগুলো জানিয়েছেন। সবার মতের ভিত্তিতে মোট ১২টি অধ্যায়ে ৩৬ দফার এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এনসিপিসহ ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গিকার বাস্তবায়নে ভূমিকা পালন করবে।”

এনসিপির মুখপাত্র বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ভোটাধিকার ফেরত পাওয়া ও গণতান্ত্রিক রূপান্তরের একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। এনসিপি বিশ্বাস করে, মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। দ্বিতীয় রিপাবলিক কোনো স্লোগান নয়। এটা অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার।”

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংগীত ও এনসিপির নির্বাচনি থিম সংয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।