জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া হওয়া টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, অতীতে যারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। কথা দিচ্ছি, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে (ক্ষমতায় গেলে) তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে তা বের করে আনা হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে রেখে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে একটি ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস হবে ন্যায়-ইনসাফের পক্ষে, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে এবং বেকারত্বের বিরুদ্ধে। সেই বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।