আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা আজ শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরের গ্রুপ পর্বে মাঠে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন আম্পায়ার ও ছয়জন ম্যাচ রেফারি। সুপার এইট ও নকআউট পর্বের অফিসিয়ালদের নাম পরে ঘোষণা করা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াইয়ে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। এই ম্যাচ দিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামবেন নাইটস। অন্যদিকে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্য ধর্মসেনা এই টুর্নামেন্টে ইতোমধ্যে ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে ২০১৬ ও ২০২২ সালের ফাইনালও। সর্বকালের তালিকায় তিনি চতুর্থ সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার।
গ্রুপ ‘এ’-এর ওই ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ওয়েন নাইটস স্পর্শ করবেন আরেকটি মাইলফলক। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এটি হবে তার ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
একই দিনে কলকাতায় গ্রুপ ‘সি’-এর স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতিন মেনন ও স্যাম নোগাজস্কি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন নিতিন মেনন। আর নোগাজস্কি আগের আসরে চারটি গ্রুপ ম্যাচ পরিচালনা করেছিলেন।
৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে পল রাইফেল ও রড টাকারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার টাকার-এর। এখন পর্যন্ত তিনি ৪৬টি ম্যাচ পরিচালনা করেছেন। এবারের আসরে তিনি ইংল্যান্ড-নেপাল, ভারত-নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও দায়িত্ব পালন করবেন।
১১ ফেব্রুয়ারি গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড ম্যাচে আবার একসঙ্গে দেখা যাবে ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থকে। যারা ২০২৪ সালের ফাইনালেও জুটি বেঁধে দায়িত্ব পালন করেছিলেন। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান লড়াইয়েও অন-ফিল্ড আম্পায়ার থাকবেন ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।
আম্পায়ারদের তালিকায় আছেন দুই বাংলাদেশিও। বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
সব মিলিয়া অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই অফিসিয়ালদের উপস্থিতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে এমন প্রত্যাশাই করছে আইসিসি।
ম্যাচ রেফারি: ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান, জয়ারামন মাদনাগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে. এন. এ. পদ্মনাভন, আল্লাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্র বিমলাসিরি ও আসিফ ইয়াকুব।