ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ব্যাটালিয়েন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪৭ বিজিবি, কুষ্টিয়ার অধিনায়ক রাশেদ কামাল রনি জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন এই দুই জেলায় মোট ১১টি উপজেলার ৬টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। নির্বাচনি এলাকায় সীমান্তবর্তী দৌলতপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একাধিক বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছে। মোট ১৪.৫ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবে।
রাশেদ কামাল রনি আরো বলেন, “৩০ জানুয়ারি থেকে চেকপোস্টগুলোতে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। নিয়মিত টহল ও এপিসি গাড়ি ব্যবহার করে বিশেষ টহল জোরদার করা হয়েছে। এছাড়া, রেকি কার্যক্রমের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা ঝুঁকি পূর্বেই শনাক্ত ও প্রতিরোধ করা হচ্ছে।”
তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনি এলাকায় জননিরাপত্তা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।