গোপালগঞ্জের মুকসুদপুরে গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮ নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান।
যোগ দেওয়া নেতারা হলেন—গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খলিফা, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আহাদ মোল্লা, প্রবাসী বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মফিজ, উজানী ইউনিয়ন যুব অধিকার পরিষদের মোহাম্মদ সাধারণ সম্পাদক আরমান মোল্লা, কাশিয়ানী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরসালিন শেখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নাঈম সরদার।
জামায়াতে যোগ দেওয়া নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রয়োজনীয়তা তারা গভীরভাবে উপলব্ধি করেছেন বলেই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন।