আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২৫

উত্তর নাইজেরিয়ার একটি শহরে সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের স্বজনদের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নিহতরা সবাই শ্রমিক। তারা উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবন গারি শহরে একটি নির্মাণস্থলে কাজ করতে গিয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার বন্দুকধারীরা ঢুকে গুলি চালায়।

এই অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিনেটর আলিউ নদুমে জানিয়েছেন, তিনি তার নির্বাচনী এলাকার লোকজনের হত্যাকাণ্ডে ‘মর্মাহত এবং দুঃখিত।’

বৃহস্পতিবার বোর্নোতেও একটি পৃথক সন্ত্রাসী হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং তাদের সহায়তাকারী একটি বেসামরিক টাস্ক ফোর্সের দুই সদস্য নিহত হয়েছেন। একটি সেনা ঘাঁটিতে ভোরবেলা আক্রমণ শুরু করে হলে আরো ১৬ জন আহত হয়।

বোর্নোতে বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ যোদ্ধারা সামরিক কনভয় এবং বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ তীব্র করেছে। এই হামলা এবং গণহত্যার শিকার নাইজেরিয়া, নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। কারণ গত বছর ট্রাম্প গত বছর খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ করেছিলেন। মার্কিন বাহিনী ২৫ ডিসেম্বর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নাইজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তা উন্নত করতে ওয়াশিংটনের সাথে সহযোগিতা করছে।