ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কারা এই এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের নির্যাতন করেছে, আমরা জানি।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ চাঁদাবাজি করে আমাদের জানাবেন, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে নির্বাচনি জনসভায় রাশেদ খান এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আমানত ধানের শীষ প্রতীক। এই আমানত আপনাদের রক্ষা করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে রাশেদ খান বলেন, আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ। আমরা কথা দিচ্ছি, ঝিনাইদহ-৪ আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন।