ঢাকার ওয়ারীতে ‘পাস্তা ক্লাব’ নামে একটি রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণে আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে রাত ১১টার দিকে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন, শাহ আলাম (৪৫), মোহাম্মদ ইউনুস (৩০), মোহাম্মদ সৌরভ (২৫), মোহাম্মদ মেহেদী (২৫), মোহাম্মদ মোস্তফা (২৭), মোহাম্মদ আবীর (২২), মোহাম্মদ কামরুল ইসলাম (২০), মোহাম্মদ জসিম (২৮)। এরমধ্যে তিনজনকে বার্ন ইউনিটে ও চারজনকে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ শেখ জানান, রাতে রেস্তোরাঁ চলাকালীন সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, এতে তিনজনসহ আটজন দগ্ধ হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ওয়ারীর পাস্তা ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮ জন এসেছে। এরমধ্যে কেশিয়ার মোহাম্মদ শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক।”