সারা বাংলা

টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম জনসভা, আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা

দীর্ঘ ২১ বছর পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। 

এদিন বিকাল ৪টায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এটি টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাটিকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। 

এরইমধ্যে একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। এতে আরও উজ্জীবিত হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। 

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে এরইমধ্যে একাধিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে এই জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে রয়েছে।”

তিনি আরো বলেন, “এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান।