কঙ্গোর পূর্বাঞ্চলে রুবায়া কোল্টান খনি ধসে চলতি সপ্তাহে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা।
রুবায়া বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোল্টান উৎপাদন করে, যা ট্যানটালামে প্রক্রিয়াজাত করা হয়। এটি একটি তাপ প্রতিরোধী ধাতু যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ যন্ত্রাংশ এবং গ্যাস টারবাইন নির্মাতাদের মধ্যে উচ্চ চাহিদা রয়েছে। স্থানীয় লোকেরা প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে এখানে হাতে খনন কাজ চালায়। এই স্থানটি ২০২৪ সাল থেকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার ধসের ঘটনাটি ঘটে এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহত কিংবা নিখোঁজের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি।
মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা বলেনম “এখন পর্যন্ত, ২০০ জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন এখনো কাদায় আটকে আছেন এবং এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।”
তিনি জানান, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের রুবায়া শহরের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। শনিবার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের প্রায় ৫০ কিলোমিটার দূরে গোমায় স্থানান্তর করা হবে।