লালমনিরহাটে পৃথক দুটি সমাবেশে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় ছাত্রদল ও যুবদলের ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
যোগদান অনুষ্ঠানে সাবেক যুবদল সদস্য রেজাউল করিম বলেন, “২০১৩ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। সর্বশেষ চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্য পদ ছেড়ে জামায়াতে যোগ দিলাম।”
দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে আমি একমত নই। ন্যায় ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস থেকেই স্বেচ্ছায় জামায়াতে যোগ দিয়েছি। আমার নেতৃত্বেই ছাত্রদল ও যুবদলের ২৫ জন সদস্য জামায়াতে যোগ দিয়েছেন।”
এর আগে একই দিন বিকেলে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াতে যোগ দেন দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার বিএনপি নেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী।
লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী যেকোনো শক্তির জন্য জামায়াতের দরজা খোলা।”