সারা বাংলা

ক্ষমতায় গেলে কৃষকদের ‘কৃষি কার্ড’ দেওয়া হবে: তারেক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড করে দেওয়া হবে। যাতে তারা সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি ও প্রণোদনার সুবিধা পান। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কৃষি কার্ড চালু করা হবে।’’

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে যমুনা নদীর পাড়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি চক্র সক্রিয়ভাবে অপপ্রচার চালাচ্ছে। এরা অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর হিসেবে কাজ করছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়াবে; তাদের গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হবে।’’

গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘‘তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। কারণ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে।’’

এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে নির্দেশনা দেন তিনি।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘‘আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনার কথা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারব।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলবে এবং সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে।”

জনসভায় সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান।