ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শর্মিলার সঙ্গে ছিলেন। শাহজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেট এলাকাতেও লিফলেট বিতরণ করতে দেখা যায় তাকে।
একই দিন সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বেলা ৩টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জনসভা মঞ্চে উপস্থিত হলে লাখো নেতাকর্মীর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রায় ২০ বছর পর নেতাকে সামনে পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে।
জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব।