সারা বাংলা

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন: তারেক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী ১২ তারিখ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় দেওয়ার মাধ্যমে। ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসেবে। তেমনই ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না। দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন। সেজন্য এই নির্বাচন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত দিনে সাধারণ মানুষ তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এর মাধ্যমে অধিকার ফিরে পাবে।”

শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা দেখেছি বিগত দিনে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একইসঙ্গে দেখেছি মেগা দুর্নীতিও হয়েছে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, গায়েবি মামলা দেখেছি। তেমনই মেগা মেগা দুর্নীতিও দেখেছি। এ অবস্থার পরিবর্তনের সময় এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে ভোটারদের ৫ আগস্টে মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।”

বিএনপির চেয়ারম্যান বলেন, “১২ তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, সেই গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয়, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কীভাবে চলবে, কীভাবে চলবে না, তার সিদ্ধান্ত নেবে জনগণ। কারণ এই জনগণই হচ্ছে দেশের মালিক।”

তিনি বলেন, “টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। দেশের পাটশিল্পের জন্য মিল কারখানা গড়ে কর্মসংস্থান করতে পারি আমরা। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি।”

এ সময় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ারও নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান।