খেলাধুলা

তিন দল নিয়ে বিসিবির অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ, প্রাইজমানি আড়াই কোটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে পড়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে তিনটি দল করা হয়েছে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট । যার নাম বিসিবি দিয়েছে, ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’ এজন‌্য আড়াই কোটি টাকার প্রাইজমানিও ঠিক করেছে বিসিবি।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিন দলের তিন ম‌্যাচের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল ম‌্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম‌্যাচ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়। দলগুলোর নাম বাছাইয়ে বিসিবি ভিন্নতা দেখিয়েছে। ধুমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।  

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় থমকে যায় মিরপুরের ক্রিকেট কার্যক্রম। শুরুতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এগিয়ে আনার কথা ভাবা হয়েছিল। ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত অলিখিত ছুটির মতোই ছিল সব কার্যক্রম।

কিন্তু ক্রিকেটারদের কথা চিন্তা করে আবার মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যাওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের কথা মাথায় নিয়েই বিসিবি তড়িঘড়ি করে আয়োজন করছে এই প্রতিযোগিতা।

প্রতিদিন ম‌্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি।  দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে।

ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।