খেলাধুলা

বার্সেলোনাকে রক্ষার চেষ্টা নেইমারের বাবার

ক্রীড়া ডেস্ক : নেইমারকে বার্সেলোনায় ভেড়াতে কর ফাঁকি দেয় বার্সেলোনা। আর সেটার জন্য ইতিমধ্যে মামলাও হয়েছে বার্সার বিপক্ষে। আর সেই মামলায় সুপ্রিম কোর্টে সাক্ষী দিতে স্পেনে আসেন নেইমারের বাবা নেইমার দ্য সান্তোস সিনিয়র। কিন্তু বার্সেলোনার শেখানে বুলি আওড়াতে গিয়ে তিনি পরষ্পরবিরোধী বক্তব্য দেন। চেষ্টা করেন বার্সেলোনাকে বাঁচাতে। যা আদালতের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি।

 

সুপ্রিম কোর্টে গিয়ে নেইমারের বাবা যে বক্তব্য দেন সেটা হুবহু বার্সেলোনা কর্তৃপক্ষের দেয়া বক্তব্যের সঙ্গে মিলে যায়। বার্সেলোনা কর্তৃপক্ষ নিজেদের রক্ষা করতে যে বক্তব্য দিয়েছে সেটাই আওড়ান নেইমারের বাবাও। তেমনটি করতে গিয়ে বুমেরাং বক্তব্য দিয়ে ফেলেন তিনি। তিনি যে প্রমাণাদি আদালতের সামনে তুলে ধরেন ও যে বক্তব্য পেশ করেন তা ছিল পরষ্পরবিরোধী।

 

কর কর্তৃপক্ষ ও সরকারি আইনজীবী বিশ্বাস করেন নেইমারের চুক্তির বিষয়টা পূর্ব পরিকল্পিত ছিল। যাতে কর ফাঁকি দেয়া যায়। নেইমারের বাবা বোঝাতে চান যে বার্সেলোনা কেবল তার ছেলের জন্য পরিশোধ করেছে। কিন্তু নেইমারের বিজ্ঞাপনের বিষয়টি তিনি পরিস্কার করতে পারেননি। নেইমার এমনই একজন তারকা যাকে ২০০ মিলিয়ন লোক আইডল হিসেবে জানে। বিভিন্ন বিজ্ঞাপন প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে নেইমার মাসিক আয় কয়েক মিলিয়ন ডলারের উপরে। সব মিলিয়ে নেইমারের যে মূল্য হয় তার সবকিছু প্রকাশ করা হয়নি বার্সার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৪/আমিনুল