বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দুই যুবতীর সেলফির মধ্যে তৃতীয় একজনের উপস্থিতি নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোড়ন চলছে। সেলফিতে ওই দুই যুবতীর ছবির পিছনে এক বয়স্কা মহিলাকে দেখা যাচ্ছে। আর ওই মহিলা নাকি পেত্নী! এমনই আজব, অদ্ভূতুড়ে দাবি ঘিরে জোর জল্পনা চলছে। দুই যুবতীরই দাবি, তাঁরা একবারই সেলফি তুলেছিলেন।মিররে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের বাসিন্দা ভিক্টোরিয়া (২২) এবং কায়লে অ্যাকিনসন (২৩) নিউক্যাসলে একদিন রাতে বাইরে বেরিয়েছিলেন। বারে গিয়ে মদ্যপানের পর তাঁরা সেলফি তোলেন। ছবিতে তাঁরা তাঁদের পিছনে এক বয়স্কা মহিলাকে দেখতে পান যাঁর পোশাক ভিক্টোরিয়ার মতো।
অর্থাৎ ভিক্টোরিয়া তাঁর বান্ধবী কায়লে অ্যাকিনসনের সঙ্গে সেলিফি তোলার সময় যে পোশাকে ছিলেন, সেলফি তোলার পর আরো একজন বয়স্ক মহিলাকে দেখা গেছে ভিক্টোরিয়ার ওই পোশাকেই।
এই সেলফি তাঁরা ওয়েবসাইটে তোলার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। পরে ভয় পেয়ে তাঁরা ছবি সরিয়ে নেন। কিন্তু বর্তমানে এটি অনলাইন মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ভিক্টোরিয়া বলেন, স্ন্যাপচ্যাটে সেলফিটি আপলোড করার পর, অ্যাকিনসন রাতে ফোনে আমার আপলোড করা সেলফিটিতে আমার পোশাকেই আরো একজনের উপস্থিতির কথা বলে, আমি শুনে বিষয়টা হেসে উড়িয়ে দিলেও, পরবর্তীতে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, খুবই ভয়ংঙ্কর। ভয়ে আমি সেলফিটা সরিয়ে ফেলেছি।
ভিক্টোরিয়া জানান, আগে কখনো ভূতে বিশ্বাস না করলেও, এ ঘটনার পর এটা ভূতের অস্তিত্ব দিয়ে সরাসরি দ্বিমতও পোষণ করতে পারছি না। । অনেকে এটাকে ফটোশপের কারসাজি বলতে পারে, কিন্তু সত্যিই তা নয়।
রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৪/ফিরোজ