খেলাধুলা

১২ হাজারি ক্লাবে মাহেলা জয়াবর্ধনে

ক্রীড়া ডেস্ক : বয়স ৩৬ বছর ১৬৬ দিন। এই বয়সেও মাহেলা জয়াবর্ধনের  ব্যাটে রানের ফোয়ারা বইছে। রোববার ভারতের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি (১১৮ রান)।

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মাহেলা। একদিনের ক্রিকেটে ১২ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

এর আগে শচিন টেন্ডুলকার (১৮ হাজার ৪২৪), রিকি পন্টিং (১৩ হাজার ৭০৪), সনাথ জয়াসুরিয়া (১৩ হাজার ৪৩০) ও কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৮১৮) ১২ হাজার রানের ক্লাবে নিজেদের নাম লিখিয়েছিলেন।

এ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৪২৬ টি ম্যাচ খেলেছেন মাহেলা জয়াবর্ধনে। নামের পাশে যোগ করেছেন ১২০০২ রান। এ মধ্যে রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৭৪টি হাফসেঞ্চুরি।  

রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে যখন একে একে সাজঘরে ফিরছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। ব্যতিক্রম ছিলেন মাহেলা। ক্রিজে থেকে দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করেন তিনি।

দলের সর্বোচ্চ ১২৪ বলে ১১৮ রানের ইনিংসটি আসে মাহেলার ব্যাট থেকেই।  কিন্তু তিনি বিদায় নিলে ৪৮.২ ওভারে ২৪২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৪/নেছার/আমিনুল