আন্তর্জাতিক

‘কলম্বাসের আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করেন’

ডেস্ক রিপোর্ট : ক্রিস্টোফার কলম্বাসের প্রায় তিন শতাব্দী আগে আমেরিকা আবিষ্কার করেন মুসলিমরা- এমন দাবি করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে লাতিন আমেরিকার নেতাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এরদোয়ান এ দাবি করেন। তিনি কলম্বাসের ডায়েরি থেকে উদ্ধৃত করে বলেন, ‘কলম্বাস তার ডায়েরিতে লিখেছেন, কিউবার একটি পাহাড়ের ওপর মসজিদ দেখেছেন তিনি।’

এরদোয়ান আরো দাবি করেন, ‘মুসলিম নাবিকরা ১১৭৮ সালে আমেরিকায় পৌঁছান।’

তিনি বলেন, ‘কলম্বাস যে স্থানে মসজিদ দেখেছেন বলে বর্ণনা দিয়েছেন, সেই স্থানে আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই।’

এরদোয়ানের রাজনৈতিক দলের নৈতিক ভিত্তি ইসলাম। সে যাহোক, মুসলিমদের আমেরিকা আবিষ্কারের ব্যাপারে এর চেয়ে বেশি ও বিশ্বাসযোগ্য আর কোনো তথ্য তিনি তার বক্তব্যের সমর্থনে হাজির করতে পারেননি। এ সত্ত্বেও তিনি বলেছেন, ‘লাতিন আমেরিকা ও ইসলামের সম্পর্ক স্থাপিত হয় ১২০০ শতকে।’

বিশ্ব জুড়ে স্বীকৃত যে, ১৪৯২ সালে ভারত আবিষ্কারে বেরিয়ে ভুল করে আমেরিকায় পৌঁছান কলম্বাস। সেই অর্থে তিনিই প্রথম আমেরিকা আবিষ্কার করেন।

কিন্তু ১৯৯৬ সালে ইতিহাসবিদ ইউসুফ ম্রোহে একটি নিবন্ধে দাবি করেন, ‘কলম্বাস আমেরিকায় পৌঁছানোয় প্রমাণিত হয়, মুসলিমরাই আমেরিকা আবিষ্কার করেন এবং ইসলামের পরিধি বিস্তৃত ছিল।’

তবে ইতিহাসবিদ ইউসুফের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন পশ্চিমা ইতিহাসবিদরা। তাদের ধারণা, ইউসুফের বর্ণনা মনগড়া। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৪/রাসেল পারভেজ/কমল কর্মকার