মুমতাহিনা হক : শুধু সিনেমার কাহিনি নয় নায়িকাদের ব্যক্তিগত জীবন, পোশাক সব কিছুর উপরেই থাকে ভক্তদের দৃষ্টি। সিনেমায় নায়িকাদের বিয়ের সাজ দেখে অনেকেই হয়তো স্বপ্ন দেখেন সেভাবে বধূ সাজার। শুধু রূপালি পর্দায় নয় বাস্তবে নায়িকাদের বিয়ের পোশাকও ছাপ ফেলে তাদের ভক্তদের বিয়ের পোশাকের ফ্যাশনে।
পারিবারিক ঐতিহ্য ছাপিয়ে বলিউড নায়িকারা নিজ দেশ ও সংস্কৃতির ধারা বজায় রেখেই সাধারণত তৈরি করে থাকেন তাদের বিয়ের পোশাক। তাই বিখ্যাত বলিউড নায়িকাদের বিয়ের সাজ পোশাক নিয়েই আমাদের আয়োজন।
ঐশ্বরিয়া রাই বচ্চন : বিশ্ব সুন্দরী ও বলিউডের স্বপ্নের নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন তার বিয়েতে সেজেছিলেন শ্বাশুড়ি জয়া বচ্চনের পছন্দের কলকাতা স্টাইলে। কাঁচা হলুদ রঙের কাতান শাড়ি এবং মাথায় লম্বা বেণী যা ছিল সাদা ফুলে জড়ানো। মাথায় ছিল টিকলি বা দামনি আর গলায় পাথরের গহনা, হাতে বাজু ও চুড়ি। সম্পূর্ণ দেশীয় সাজে অপরুপা বধূর মতোই লাগছিল ঐশ্বরিয়াকে।শিল্পা শেঠি : রাজকীয় আয়োজন ও তিন কোটি টাকার গহনায় আবৃত হয়ে নিজ বিয়েতে বউয়ের সাজে সেজেছিলেন শিল্পা শেঠি। বলিউড জগতে উল্লেখযোগ্য বিয়েগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিয়ে ছিল এটি। দেশী সাজ, গহনা আর লাল সারা জমিন ভারী কাজের দামি শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেন শিল্পা। সঙ্গে খোপায় ফুল তো ছিলই।
সিনেমার জগতে বিভিন্ন সাজে সাজলেও বাস্তব জীবনের বিয়েতে বলিউড নায়িকারা মূলত তাদের পারিবারিক ঐতিহ্যকে ঘিরেই সেজেছেন। যা বধূ বেশে তাদের ব্যক্তিত্বকে করেছে আরও সমৃদ্ধ ও ভক্তদের কাছে তাদের করেছে আরো জনপ্রিয়। রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৪/মারুফ/রাশেদ শাওন