নিজস্ব প্রতিবেদকঢাকা, ১৬ জুলাই: দেশে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সকাল ছয়টায় কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন জয়।
স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সোফিয়া ওয়াজেদও তার সঙ্গে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ খবর নিশ্চিত করেছেন।
স্ত্রী ও মেয়েকে নিয়ে জয় থাকছেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। আসছে ঈদ পর্যন্ত জয় দেশেই থাকবেন।
রাইজিংবিডি / এসকে