ক্রীড়া ডেস্ক : অসুস্থতার কারণে হাসপাতালে রয়েছেন পেলে। তবে মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন ফুটবলের রাজা। আরো একবার হাসপাতাল থেকে বার্তা দিয়ে ভক্তদের আশ্বস্ত করলেন তিনি। বললেন, ‘আমি ভালো আছি।’
এরপর বার্তার সঙ্গে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ফুটবল সম্রাট। শনিবার রাতে আপলোড করা সেই ভিডিওতে দেখা গেছে, ৭৪ বছরের পেলে গিটার হাতে ঝড় তুলছেন।
কয়েক দিন আগে খবর রটেছিল, পেলের কিডনির অবস্থা মোটেই ভালো নয়। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে। এ খবর জানার পরই ভক্তরা উদ্বিগ্ন হয়ে ওঠেন।
কিন্তু পেলে জানান, হাসপাতালে তাকে ইনটেনসিভ নয়, স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অবস্থার আরো উন্নতি হয়েছে। সেটা বোঝাতেই হয়তো এবার ভিডিও আপলোড করেছেন তিনি।
এতে দেখা যায়, পেলের গিটার বাজানোর সময় তার চারদিকে বসে আছেন কয়েক জন মহিলা অনুরাগী। ছিলেন তার নতুন স্ত্রী ৪৮ বছরের মার্সিয়া সিবেল আওকিও।
ভিডিও আপলোডের পাশাপাশি পেলে লিখেছেন, ‘জানি, আপনারা আমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। মোটেই চিন্তা করবেন না। সত্যিই বলছি, আমি ভালো আছি।’
রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৪/নেছার/নওশের/কমল কর্মকার