নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের গেট তালাবদ্ধ। ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। সাংবাদিকরা প্রাণপণ চেষ্টা করছেন ভেতরে যাওয়ার জন্য। কিন্তু পুলিশি বাধায় তা পারছেন না। তবে সাংবাদিকদের ছবি তো লাগবেই। তাদের উদ্দেশ্য, যেকোনো মূল্যে খালেদা জিয়ার ছবি সংগ্রহ করা।
উপায় না দেখে কেউ গাছে ওঠেন, কেউ পুলিশের গাড়ির ছাদে, আবার কেউ আবার পুলিশের বাধার মুখেও দেয়ালেও ওপরে উঠে ছবি তোলার চেষ্টা করেন।
এভাবেই সোমবার খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুরো বিকেল কেটেছে ফটোসাংবাদিকদের।ফটোসাংবাদিক বলে কথা। যেভাবেই হোক, যত কষ্টই হোক ছবি তারা ঠিকই তুলেছেন।
রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৫/মামুন/রফিক/কমল কর্মকার