রাজনীতি

খালেদার সঙ্গে দেখা করতে গেলেন বড় বোন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ‘অবরুদ্ধ কার্যালয়ে’ গেছেন তার বড় বোন সেলিমা ইসলাম।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেলিমা ইসলাম ওই কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল প্রাক্তন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

এছাড়া তার সঙ্গে দেখা করেছেন বিশিষ্ট সাংবাদিক  মাহফুজুল্লাহ, চিকিৎসক অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। রাত ৮টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি নেয়।

এর ঠিক দু’দিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

সোমবার কর্মসূচি পালনের জন্য বের হলে কার্যালয়ের সামনেই পুলিশ পিপার স্প্রে ছোড়ে। পরে রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৫/রেজা/নওশের