অন্য দুনিয়া

খুলনায় ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিক ইজিবাইক চালক দীপুকে (১৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

 

শুক্রবার রাতে দীপুকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গেপাঠায়।

 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে খালিশপুরের সন্ত্রাসী ছোট্ট, তার ভাই মিন্টু ও আল আমিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে দীপুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

 

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

কর্তব্যরত চিকিৎসকরা জানান, দীপুর মেরুদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

     

রাইজিংবিডি/খুলনা/১০ জানুয়ারি ২০১৫/সেখ ইউসুফ আলী/রণজিৎ