অর্থনৈতিক প্রতিবেদক : যানজটমুক্ত, সহজ চলাচলে তরুণ প্রজন্মের পছন্দ বাইসাইকেল। আর এই পছন্দকে বিবেচনা নিয়েই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘দুরন্ত’ নামে নতুন ব্র্যান্ডের বাইসাইকেল নিয়ে এসেছে প্রাণ-আরএফএল।
শুক্রবার মেলায় দুরন্তের স্টলে গিয়ে দেখা যায়, তরুণদের ভিড়। ঘুরেফিরে সবাই দেখছেন ও কিনছেন দুরন্ত সাইকেল।
আকার, আকৃতিসহ সবদিক থেকেই এ সাইকেল আধুনিক ও চোখ ধাঁধানো। ছেলে-মেয়ে উভয়েই চালাতে পারবেন এটি। দামও হাতের নাগালে। আর সাইকেল কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে বিশেষ একটি ওয়াটার-পট।লাল, কমলা, আকাশী ও কালো রঙে পাওয়া যাচ্ছে এ সাইকেল। ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে ভেন্টুরি ভয়েস, গ্ল্যাডিয়েটরস্ জেন্টস, রানডাউন জেন্টস, এভেঞ্জার ও দুরন্ত এক্সপ্রেস নামের বিভিন্ন আকৃতির সাইকেল। আর মেয়েদের জন্য রয়েছে ক্যামেলিয়া, ডেইজি গার্ল, অ্যাঞ্জেলিনা লেডিস। এসব সাইকেলের দাম ৪ হাজার ৬৭৪ টাকা থেকে ৭ হাজার ৪০০ টাকার মধ্যে।
তরুণদের মনকাড়া আকর্ষণীয় সব সাইকেলের সমাহার নিয়ে মেলায় এবারই প্রথম এসেছে ‘দুরন্ত’ । এর মধ্যে দুরন্ত এক্সপ্রেসের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এটি ২৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। ব্রেক করলে এটি সামনে-পেছনে সমানভাবে ভারসাম্য রক্ষা করে। ফলে, দূর্ঘটনা এড়ানো যায়।
দুরন্তের স্টল ইনচার্জ কামাল হোসেন রাইজিংবিডিকে জানান, যানজটের রাজধানীতে বাইসাইকেল ব্যবহারে এখন বিপ্লব ঘটেছে। এ বাহনটি সহজ, নিরাপদ এবং পরিবেশবান্ধব। সর্বোপরি শারীরিক শ্রমবান্ধব হওয়ায় সাইকেল এখন সবারই পছন্দ।
তিনি বলেন, ‘ছোটদের ১৬ ইঞ্চি সাইকেল থেকে বড়দের গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত সাইকেল বিক্রি হচ্ছে এখানে। এসব সাইকেলের বডির পুরুত্ব অন্যান্য সাইকেল থেকে ভারি ও টেকসই। আর রঙের ক্ষেত্রে রয়েছে শতভাগ গ্যারান্টি।’
দুরন্তের ব্র্যান্ড প্রমোটার দিনামণি বলেন, ‘দেশীয় পণ্য হিসেবে দুরন্ত স্বল্পসময়ে বেশ সাড়া পেয়েছে। মানুষ বেশ আগ্রহভরেই কিনছে এ সাইকেল।’
রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৫/মামুন/সুমন মুস্তাফিজ