জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ওয়েবসাইট

সচিবালয় প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বাংলাদেশ সচিবালয় টেলিফোন নির্দেশিকা প্রকাশিত হয়েছে।বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ওয়েবসাইটের উদ্বোধন ও টেলিফোন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  নতুন এ ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত সব প্রজ্ঞাপন ও গেজেট নিয়মিতভাবে আপডেট হবে। বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় প্রকাশিত এ ওয়েবসাইটে মন্ত্রণালয়ের সব অনুষ্ঠানের ইমেজ স্লাইড আকারে পাওয়া যাবে। ওয়েবসাইটির ঠিকানা-www.mopa.gov.bd সচিবালয় টেলিফোন নির্দেশিকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব মন্ত্রণালয়, সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার সব কর্মকর্তার নাম ও টেলিফোন নম্বর পাওয়া যাবে। ২০০৯ সালের পর এবার নতুন আঙ্গিকে টেলিফোন নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৫/শফিক/নওশের