খেলাধুলা

বিশ্বকাপের দল পরিচিতি : সংযুক্ত আরব আমিরাত

নেছার উদ্দিন : ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রাইজিংবিডি’র পাঠকদের জন্য ১৪টি দলের পরিচিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের আলোচ্য দল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দলটির আদ্যোপান্ত তুলে ধরা হলো-

যেভাবে বিশ্বকাপে আমিরাত : বিশ্বকাপের বাছাই পর্বে চারটি জয় এবং একটি পরাজয়সহ আট পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন পর্ব শেষ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে অপেক্ষাকৃত ভালো রান রেটের কারণে স্কটল্যান্ডকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করেন তারা। শেষ ম্যাচে নামিবিয়াকে ৩৬ রানে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে আরব আমিরাত।

বিশ্বকাপে আমিরাতের অতীত ইতিহাস : ১৯৯৬ সালের পর এবারই প্রথম ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে খেলতে যাচ্ছে আরব আমিরাত। সেবার তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। পাঁচটি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় তুলে নিতে সক্ষম হয়।

বিশ্বকাপে তাদের শক্তি : আসন্ন বিশ্বকাপে যারা স্কোয়াডে জায়গা পেয়েছেন তাদের অনেকেই অভিজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তারা। দলের ব্যাটসম্যানরাও বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। আর অভিজ্ঞ ক্রিকেটারদেও কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা করবেন দলের কোচ ও  পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার আকিব জাবেদ।

বিশ্বকাপে তাদের দুর্বলতা : দলগত ধারাবাহিক পারফর্ম করতে পারছে না সংযুক্ত আরব আমিরাত। দলে যারা পেসার রয়েছেন তাদের মধ্যে দ্রুত গতিসম্পন্ন বোলিংয়ের অভাব পরিলক্ষিত হয়। যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে আমিরাতকে বেশ ভোগাবে। ব্যাটসম্যানরা শট বল খেলতে অভ্যস্ত, যা তাদের দুর্বলতারই অংশ।

বিশ্বকাপে বাজির ঘোড়া : সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন খুররাম খান। তিনি ভেঙেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়ার রেকর্ড। আসন্ন বিশ্বকাপে খুররম আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা থাকবে আমিরাতের ভক্তদের। এ ছাড়া দলীয় অধিনায়ক মোহাম্মদ তৌকির দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে রয়েছেন। কামরান শেহজাদ ও মোহাম্মদ নাভিদরাও চাইবেন স্বপ্নের আসরে নিজেদের প্রমাণ করতে।

 

বিশ্বকাপ খেলেছে : ১ বারশিরোপা : নেইআইসিসি র‌্যাংকিং : আপাতত র‌্যাংকিংয়ে আমিরাতের নাম নেই। র‌্যাংকিংয়ে মোট ১২টি দল নামভুক্ত করা হয়েছে।  বিশ্বকাপের কোচ : আকিব জাবেদবিশ্বকাপের গ্রুপ : বিশ্বকাপের পুল ‘বি’তে রয়েছে  আরব আমিরাত। আসন্ন বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ : পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।বিশ্বকাপে সেরা পারফরম্যান্স : ১৯৯৬ সালে বিশ্বকাপ ৫ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছিল। এটাই তাদের অনুপ্রেরণা! প্রাক্তন তারকা ক্রিকেটার : সুলতান জারাওয়ানি, জাহানে সামারাসেকারা ও আজহার সাজিদ।আসন্ন বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের দল : মোহাম্মদ তৌকির (অধিনায়ক), খুররম খান (সহ-অধিনায়ক), স্বপ্নিল পাতিল, আমজাদ জাভেদ, আমজাদ আলী, নাসির আজিজ, রোহান মোস্তফা, সাকলাইন হায়দার, শামিম আনোয়ার, মানজুলা গুরুজি, অ্যান্ড্রি বেরেঙ্গার, কৃষ্ণ কারাতে, ফাহাদ আল হাশমি, কামরান শেহজাদ ও মোহাম্মদ নাভিদ।

   

রাইজিংবিডি/ঢাকা/ ২০১৫/নেছার/খাদেমুল