ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার সবচেয়ে কার্যকরী জুটির নাম মেসি-নেইমার জুটি। তারা দুজন চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। গেল ২১ ম্যাচে মেসি করেছেন ২২ গোল। অন্যদিকে নেইমার করেছেন ১৫ গোল। মেসি ১০টি গোলে সহায়তা করেছেন। নেইমার করেছেন ৪টি গোলে সহায়তা।
তারা দুজন লুইস এনরিকের সেরা একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে দেখা দিয়েছেন। তারা দুজন একসঙ্গে খেলাটা মানেই দর্শক মাতানো পারফরম্যান্স। আর চোখে লাগার মতো সব গোল। তারা দুজন দলকে নিজেদের কাঁধে নিয়ে খেলেন। তারপরও তাদের কোনো চাপ নিতে দেখা যায় না।
তবে তাদের চেয়ে পিছিয়ে রয়েছেন লুইস সুয়ারেজ। তিনি যথেষ্ট চেষ্টা করেও মেসি-নেইমারের মতো হতে পারছেন না! চলতি মৌসুমে তিনি মাত্র ২ গোল করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৫/আমিনুল/নেছার