অন্য দুনিয়া

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম ফজু মন্ডল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।

 

তিনি উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে।

 

শুক্রবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চার মাইল নামকস্থানে রাস্তা পারাপারের সময়ে বালু বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

   

রাইজিংবিডি/কুষ্টিয়া/৬ ফেব্রুয়ারি ২০১৫/কাঞ্চন কুমার/রণজিৎ