বিনোদন ডেস্ক : বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের পরিচিত এবং প্রিয় মুখ টনি ডায়েস এবং তার স্ত্রী প্রিয়া ডায়েস। আজ এ দম্পতির বিবাহ বার্ষিকী। তাদের জানাচ্ছি, শুভ কামনা।
এক সময় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন টনি ডায়েস এবং প্রিয়া ডায়েস। বেশ কয়েক বছর হলো অভিনয় থেকে দূরে রয়েছেন তারা। রুচিশীল, মার্জিত, ভদ্র কোনো নাট্য অভিনেতার নাম এলেই টনি ডায়েসের কথা আসবেই। আর এ অভিনেতাকে এখনো সবাই মনে রেখেছে।
তার অভিনীত নাটকের সংখ্যাও কম নয়। সর্বশেষ বাংলাদেশের নাটকে অভিনয় করেছেন ২০১২ সালে। ধারাবাহিক সেই নাটকটির নাম ‘ছায়াবৃতা’। নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিদের নিয়ে লেখা সমরেশ মজুমদারের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছিলেন শফিকুর রহমান। নাটকটি পরিচালনা করেছিলেন তৌকীর আহমেদ।
এই তারকা যুগল ২০০১ সালে বিশ্ব ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন বিয়ের দিন হিসেবে। বিয়ের সেই স্মৃতি মনে করে আজ ১৪ ফেব্রয়ারি শনিবার তার সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন-‘সুখের রঙ্গিন প্রজাপতি, উড়ছে মনের আকাশে...হৃদয় ছুয়ে ভালবাসা, জড়িয়ে প্রেমের বাতাসে...জানি না কখন, আমার এই মন,তোমার প্রেমে পরেছে......’
তিনি আরো জানিয়েছেন-‘২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি......"valentines day" আমাদের বিয়ে হয় । "ভালবাসার দিনে ভালবাসার বিয়ে" !!!আমার বন্ধুরা সবসময় fun করে বলতো....এই ১৪ বছরে বদলে গেছে অনেক কিছু ।। বদলে গেছে পরিবেশ, পরিস্তিতি, পারিপারশিকতা "শুধু বদলাওনি তুমি" ।। "Happy Anniversary & Happy Valentines day"
মেয়ে অহনা এবং স্ত্রী প্রিয়া ডায়েসসহ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাসবাসরত আছেন টনি ডায়েস। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। প্রবাস জীবনে ব্যবসার পাশাপাশি আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও ডালাসের একাধিক বাংলা টিভি চ্যনেলের নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া জ্যামাইকার বিখ্যাত কোম্পানি হিলসাইড হোন্ডার সেলস কলসালটেন্ট হিসেবেও কর্মরত আছেন।১৯৯৪ সাল থেকে চারশতাধিক নাটক, সিরিয়াল আর টেলিফিল্মে কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’, ‘মেঘের কোলে রোদ’, ‘রূপকথার রাজকন্যার গল্প’। এছাড়া তিনি অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘টমটম’, `ভূতের গলি`, ‘ছায়াবৃতা’ প্রভৃতিতে। টনি ডায়েস পরিচালিত নাটক ‘পুরো রাত আর অর্ধেক চাঁদ’। `লাস ভেগাস` নামে একটি মার্কিন টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন টনি ডায়েস।
রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৫/মারুফ/রাশেদ শাওন