অন্য দুনিয়া

রানা প্লাজা ধসের ২২ মাস, মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার : রানা প্লাজা ধসের ২২ মাস পূর্তি হলো আজ মঙ্গলবার। এ উপলক্ষে  সকালে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে রানা প্লাজার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হতাহত শ্রমিক ও তাদের পরিবারের স্বজনরা।মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে রানা প্লাজা ধসের সঙ্গে জড়িত সকল দোষিদের শাস্তি নিশ্চিত এবং ক্ষতিপূরণের আইন বদলের দাবি জানান তারা।সকল ক্ষতিগ্রস্তকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন,  বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক চন্দ্র ও সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতার।

       

রাইজিংবিডি/সাভার/২৪ ফেব্রুয়ারি ২০১৫/সাফিউল ইসলাম সাকিব/রুহুল