সাতসতেরো

বিড়ালের রাজত্ব

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের একটি দ্বীপ আওশিমা। এই দ্বীপে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেশি। মানুষ নয়, যেন বিড়ালেরই রাজত্ব। দ্বীপজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিড়ালরাই। এই দ্বীপে প্রতি ছয়টি বিড়ালপিছু একজন মানুষ। অর্থাৎ সেখানে মানুষের মোট সংখ্যা ২২ আর বিড়াল প্রায় ১২০। আওশিমা দ্বীপটি দক্ষিণ জাপানের একটি প্রত্যন্ত দ্বীপ। দেখা যায়, বাড়িতে কিংবা মাছ ধরার নৌকার এক পাশে গুটিয়ে বসে থাকে এসব বিড়াল।দ্বীপ আওশিমায় বিড়াল রাজত্বের পেছনে রয়েছে আরেক গল্প। ওই দ্বীপে মৎস্যজীবীদের নৌকার ওপর অত্যাচার চালাত কিছু ইঁদুর। তাদের শায়েস্তা করতেই দ্বীপে নিয়ে যাওয়া হয় এই বিড়ালদের। ইঁদুর তো দূর করেই ছেড়েছে। পাশাপাশি, সেখানেই ঘাঁটি গেড়ে বসেছে তারা। ১২০টি বিড়াল দাপিয়ে বেড়াচ্ছে, আর সঙ্গী গুটিকয়েক মানুষ। এই দ্বীপের অন্যান্য মানুষ কাজের সন্ধানে দ্বীপের বাইরে। ১৯৪৫ সালে এই দ্বীপে মানুষের সংখ্যা ছিল ৯০০। এখন বেশির ভাগ মানুষ নৌকায় চেপে ‘ক্যাট আইল্যান্ড’ পরিদর্শনে যায়। এই দ্বীপে না আছে খাবারের দোকান, না আছে গাড়ি। কিন্তু তবুও বিড়ালপ্রেমীরা একবার ঘুরে আসে এখানে।

         

রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৫/টিপু/রণজিৎ