বিনোদন

আলিশা অভিনীত সিনেমার গানের টিজার প্রকাশ(ভিডিও)

রাহাত সাইফুল : খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনয় শিল্পী আলিশা প্রধান। আলিশা অভিনীত ও চাষী নজরুল ইসলাম নির্মিত শেষ সিনেমা অন্তরঙ্গ। এ সিনেমাটি আগামী পহেলা বৈশাখ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে সম্প্রতি ‘একজোড়া চোখের দাবি’ শিরোনামের একটি গানের টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।       চাষী নজরুলের সিনেমা মুক্তির মধ্য দিয়ে আলিশার দীর্ঘ অপেক্ষার প্রহরের অবসান ঘটতে যাচ্ছে। সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আলিশা প্রধানের। এ সিনেমায় আলিশার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। এ ছাড়া অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে।গত বছরের ২৮ নভেম্বর আফতাবনগরে এ সিনেমার শুটিং শেষ হয়। এ নির্মাতার ভুল যদি হয় সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিনয় শুরু করেন আলিশা প্রধান। একই নির্মাতার অজান্তে ভালোবাসা শিরোনামের আরো একটি সিনেমাতে কাজ করেছেন আলিসা। এ দুটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

‘একজোড়া চোখের দাবি’ গানের টিজারের ভিডিও লিংক: 

রাইজিংবিডি/ঢাকা/ ১১ মার্চ ২০১৫/ রাহাত/মারুফ