নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সালাহ উদ্দিনের বাসায় যাননি বলেও জানান তিনি।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে গুলশানে সালাহ উদ্দিনের নিজ বাসায় তার পরিবারকে সমাবেদনা জানাতে গেলে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে পুলিশের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের বিষয়টি নাকচ করেছে। তার সন্ধান দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। তাতে আদালত তাকে খুঁজে বের করতে রুল দিয়েছেন।
এদিকে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীসহ ১৬ কোটি মানুষের কাছে আমি আবেদন জানাই, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার সন্তানেরা তার বাবার কথা জিজ্ঞাসা করে। আমি কোনো উত্তর দিতে পারি না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। আমি সরকারের কাছে আবেদন জানাই তাকে জনসম্মুখে আনুন।’
সালাহউদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে এসে ইউট্যাবের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপচার্য আ ফ ম ইউসূফ হায়দার বলেন, ‘সালাহউদ্দিনের মতো একজন সফল মানুষ নিখোঁজ হয়ে যাবেন, সভ্য সমাজে তা হতে পারে না। তিনি অন্যায় করলে জনসম্মুখে এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হোক। তিনি তো গুম হয়ে যেতে পারেন না।’
সুশীল সমাজকে উদ্দেশ করে ইউসূফ হায়দার বলেন, ‘এখন সুশীল সমাজ কথা বলেন না কেন, তারা কোথায়? সমাজের সবাই সোচ্চার হয়ে তাকে খুঁজে বের করবে এবং পরিবারের কাছে ফিরিয়ে দেবে বলে আমি আশা করি।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক মোরশেদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৫/রেজা/নওশের/কমল কর্মকার