শিক্ষা

জাবিতে দোকান মালিকদের ধর্মঘট

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দোকান মালিককে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের দোকান মালিকেরা রোববার ধর্মঘট ডেকেছেন। প্রায় ২০টি দোকান বন্ধ রাখায় দুপুরে ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

সকাল সাড়ে ১০টায় দোকান মালিকরা একযোগ ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত প্রক্টর অফিসে এসে লিখিত অভিযোগপত্র জমা দেন। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কামালউদ্দিন হলের শিক্ষার্থী চয়ন ভট্টাচার্য বলেন, দোকান বন্ধ থাকায় তাদের বাইরে থেকে বেশি দামে খাবার কিনতে হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, অভিযুক্তদের ব্যাপারে সাংগঠিনকভাবে ব্যবস্থা নেবে শাখা ছাত্রলীগ।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় চায়ের দোকান মালিক মো. নাহিদকে মারধর করে আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রত্যয়। এর প্রতিবাদে দোকান মালিকরা ধর্মঘট পালন করলেন।

       

রাইজিংবিডি/জাবি/২২ মার্চ ২০১৫/সুজন/বকুল