কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলেন পিতা।
রোববার সন্ধ্যায় উপজেলা স্বরুপদহ হানিফপাড়া গ্রামের মাদকাসক্ত সুজনকে (১৬) ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করেন তার বাবা মহির কসাই।
ওই সময়ে সুজনের স্বীকারোক্তি মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময়ে আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের এএসআই মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/কুষ্টিয়া/২২ মার্চ ২০১৫/কাঞ্চন কুমার/সনি