জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

কুমিল্লায় মনোনয়নপত্র যাছাই-বাছাই চলছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর যাছাই-বাছাই করে মনোনয়নপত্র বৈধ ও অবৈধ ঘোষণা করছেন। কুমিল্লায় ১১টি আসনের মধ্যে কুমিল্লা-১, কুমিল্লা-২ ও কুমিল্লা-৩ আসনের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয় দুপুর ২টা পর্যন্ত। এ তিনটি আসনে মোট ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কে এম মজিবুল হক রয়েছেন। বাতিল হওয়াদের মধ্যে কুমিল্লা-১ আসনে তিনটি, কুমিল্লা-২ আসনে পাঁচটি, কুমিল্লা-৩ আসনে ১০টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়েছে। কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কে এম মজিবুল হক অভিযোগ করে বলেন, ‘আমার মনোনয়নপত্র জমা সঠিক রয়েছে। ষড়যন্ত্র করে তার মনোনয়নপত্র বালিত করা হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করব।’ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাছাই-বাছাই চলবে। কুমিল্লায় ১১টি আসনে মোট ১৩৪টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রাইজিংবিডি/কুমিল্লা/২ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল