জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

চট্টগ্রামে নির্বাচনী সামগ্রী পৌঁছাতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে নির্বাচনী সামগ্রী পৌঁছাতে শুরু করেছে। সোমবার সকালে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন কার্যালয়ে এ সব নির্বাচনী সামগ্রী এসে পৌঁছায়। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন নির্বাচনী সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ফরম, প্যাকেট, পরিচয়পত্র, নির্দেশিকা, স্ট্যাম্প প্যাড, কালি, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লালগালা, অমোচনীয় কালির কলম ইত্যাদি। নির্বাচনের আগ মুহূর্তে এ সব সামগ্রী উপজেলা পর্যায়ে পাঠানো হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ ডিসেম্বর ২০১৮/রেজাউল/বকুল