জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

১৫ প্রতীকে ভোটে ফেনীর ২৩ প্রার্থী

ফেনী সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ২৩ প্রার্থী ১৫টি প্রতীকে এখন ভোট প্রচারণায় নেমেছেন। আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলের ২৩ প্রার্থী সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান থেকে এসব প্রতীক বরাদ্দ পান। জেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, আসনে মহাজোট থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার (আপেল) ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত (নোঙ্গর), বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী (মই), বিএনএফ শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক (হাতপাখা), গোলাম হোসেন (বাঘ) ও মো. মাঈন উদ্দিন (চেয়ার) প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। রাইজিংবিডি/ফেনী/১১ ডিসেম্বর ২০১৮/সৌরভ পাটোয়ারী/টিপু