জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপি’র সৌহার্দ্যপূর্ণ প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সৌহার্দ্যপূর্ণ  পরিবেশেই বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে । প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার সকাল থেকেই নগরীর প্রায় প্রতিটি সংসদীয় আসনে উভয় দলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা শুরু করেছেন। নগরীর  জেল রোডের আমানত শাহ’র মাজার জিয়ারতের মাধ্যমেই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার দুপুরের দিকে নগরীর চট্টগ্রাম- ৯ কোতোয়ালী বাকলিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওফেল এবং চট্টগ্রাম- ১০ (খুলশি, ডবলমুরিং) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমানের দেখা হয়ে যায় নগরীর কোতোয়ালী থানার বক্সির হাট এলাকায়। এ সময় দুই প্রার্থী পরস্পর কোলাকুলি ও  কুশল বিনিময় করেন। চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার নওফেল সালাম জানিয়ে আবদুল্লাহ আল নোমানের কাছে দোয়া প্রার্থণা করেন। এমন সৌহার্দপূর্ণ নির্বাচনী প্রচারণার দৃশ্য স্থানীয় সাধারণ মানুষকেও আনন্দিত করে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ডিসেম্বর ২০১৮/রেজাউল/শাহেদ