জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

‘নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’

সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে সরকার কোনোরকম হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইলেকশন রিলেটেড সহিংসতা চরম আকার ধারণ করেছে নোয়াখালী ও ফরিদপুরে। দুটি স্থানেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরই লোক। দুজনই আমাদের লোক। তবে সরকার হিসেবে সহিংসতাকে আমরা এড়িয়ে চলেছি যথাসাধ্য। সার্কুলারের মাধ্যমে আমরা আমাদের সকল শাখাকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছি। যতটা সম্ভব ধৈর্য ধরতে বলেছি। বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করবে নাকি বানচাল করবে? তারা সহিংসতা শুরু করেছে। প্রার্থী চূড়ান্তের পরেও মহাজোটের বিভিন্ন দলের নিজেদের প্রতীকে নির্বাচন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের স্ট্র্যাটেজি আছে। আমাদের একটা কৌশল আছে। কিন্তু কৌশলটা তো বলব না। এটা ইলেকশনের দিন বুঝতে পারবেন। উনারা (বিএনপি) যদি সরে যায়, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না। কিন্তু বিএনপি তো বলছে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনারাই চেষ্টা করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরে যাবে বলেই আমরা জোট নিয়ে কৌশল করেছি।         রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক