জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

আঘাত এলেও নির্বাচন ছাড়ছি না: আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক : ধানের শীষের প্রার্থীদের প্রচারে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে অভিযোগ করে বিএনপি নীতি নির্ধারকদের একজন মির্জা আব্বাস বলেছেন, আঘাত এলেও নির্বাচনের মাঠ ছাড়ছি না। শনিবার বিকেলে রাজধানীর শাহাজাহানপুরে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুপুরে সেগুনবাগিচা কাঁচাবাজারে প্রচার চালানোর সময় তার নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।   ঢাকা-৮ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় অন্তত ৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা-৯ আসনের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের প্রচার মিছিল থেকেও ৭ জনকে আটক করার অভিযোগ করেন তিনি। ‘এমন আঘাত এলে বীরের মতো বুক পেতে নেব, পিঠে আঘাত করতে দেব না। দীর্ঘদিন ধরেই আমাদের ওপর হামলা-মামলা হচ্ছে, এসব মোকাবিলা করেই আমরা নির্বাচনে আছি। আমরা পলায়নপর হব না।’ মির্জা আব্বাস বলেন, ‘আমার বাসায় লিফলেট পড়ে আছে, ওদের (আওয়ামী লীগের) লিফলেটে তো ঢাকা শহর ছেয়ে গেছে। সরকারের যে বিরূপ আচরণ, তাতে তো নির্বাচনের ফলাফল অনুমেয়। তবুও আমি ভবিষ্যৎ বলতে চাই না।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/রেজা/সাইফ