জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

পাতানো নির্বাচন প্রতিহতর ঘোষণা যশোর-৪ এর বিএনপি প্রার্থীর

যশোর প্রতিনিধি: পাতানো নির্বাচনের খেলা জীবন দিয়ে হলেও প্রতিহত করা হবে জানিয়েছেন যশোর-৪ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। সোমবার সকালে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যশোরের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের আটক, নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে পুড়িয়ে দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, জনমনে আতংক তৈরি করা হচ্ছে অভিযোগ করে জেলা বিএনপির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থি'ত ছিলেন। সংবাদ সম্মেলনে টিএস আইয়ুব অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর তার এলাকায় বিনা ওয়ারেন্টে পুলিশ ৩১ নেতা-কর্মীকে আটক করেছে। পরে তাদের একেকজনের বিরুদ্ধে ৫/৬টা করে পেন্ডিং মামলা দিয়েছে যাতে ভোটের আগে তারা জেল থেকে বের হতে না পারে। তিনি বলেন, ‘গত কয়েকদিনে যশোর-৪ নির্বাচনী এলাকায় ১৩টি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। প্রতিদিন রাতে ৩০/৪০ জনের বাহিনী বের হয়ে পোস্টার ছিড়ে তাতে আগুন দিচ্ছে, কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে দফায় দফায় রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থায় নেওয় হয়নি।’ তিনি বলেন, ‘যদি নিজের অস্তিত্ব না থাকে,  নেতা-কর্মীদের অস্তিত্ব না থাকে,  আর পেছানোর সুযোগ থাকবে না। যশোর-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার তার সবকিছুই তারা করবেন।’ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, যশোরের ছয়টি আসনেই একইরকম অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং সদর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসনটি গঠিত। রাইজিংবিডি/ যশোর/১৭ ডিসেম্বর ২০১৮/বিএম ফারুক/টিপু