জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

‘হাতপাখার বাতাসে নৌকা-ধানের শীষ নড়বড়ে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ হাতপাখার বাতাসে নৌকা আর ধানের শীষ নড়বড়ে। সোমবার দিনব্যাপী খুলনার ৬টি আসনে দলীয় প্রার্থীদের নির্বাচনী পথসভায় তিনি এ সব কথা বলেন। খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে ছাচিবুনিয়ার মোড়ে, খুলনা-২ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সমর্থনে ডাকবাংলা মোড়, নিউমার্কেট বায়তুন নূর চত্বর, খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকের সমর্থনে দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ ময়দান, খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সমর্থনে সেনের বাজার, পালের হাট বাজার, শেখপুরা বাজার, তেরখাদা বাজার, জোয়ার বাধাল মৈশাঘুনী ফুটবল মাঠ এবং খুলনা-৫ আসনের প্রার্থীর সমর্থনে ফুলতলা স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় ভাষণ দেন। মুহাম্মাদ রেজাউল করীম বলেন, খুলনা-৩ আসনসহ সারা দেশে নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে হাতপাখার কর্মীদের থামিয়ে দিতে সরকারদলের সন্ত্রাসীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, হামলা এবং হুমকি-ধামকি দিয়ে হাতপাখার গণজাগরণ বাধাগ্রস্ত করা যাবে না। এ সব নির্বাচনী পথসভায় চরমোনাই পীর আরো বলেন, বাংলাদেশের সংখ্যানুপাতে দেশের উন্নয়ন হচ্ছে না অথচ জনসংখ্যায় ছোট হলেও পরিকল্পানুসারে কাজ করায় অনেক দেশ উন্নত হচ্ছে। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে দেশে অবদান রাখলেও তারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলে বাংলাদেশ আরো উন্নত হতো। তিনি বলেন, নির্বাচনে সকল প্রার্থী যেন প্রচারে সমান সুযোগ লাভ করে, তার নিশ্চয়তা প্রদান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনী পরিবেশ তৈরির দায়িত্বও ইসির। কিন্তু মাঠপর্যায়ে সরকারি দল নির্বাচনী প্রচারে যেভাবে বাধা দিচ্ছে, তা কখনো মেনে নেওয়া যায় না। চরমোনাই পীর আরও বলেন, ‘‘আমরা গ্যারান্টি দিয়ে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে আওয়ামী লীগ-বিএনপি নয়, সবাই নির্বিঘ্নে চলাফেরা, ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।’’

 

 

রাইজিংবিডি/খুলনা/১৭ ডিসেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল